সুনামগঞ্জে বিএনপির হরতাল

নিখোঁজ প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সোহেলের সন্ধান দাবিতে সুনামগঞ্জে রোববার জেলা বিএনপির ডাকে আধাবেলা হরতাল পালিত।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের ষোলঘরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচির ঘোষণা করেন।
এদিকে, হরতালকে কেন্দ্র করে জেলায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়াও শহরে অব্যাহত রয়েছে র‌্যাবের টহল।
সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে বিএনপি নেতাকর্মীরা পিকেটিং করলে পুলিশ তাদের বাধা দিয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি সমর্থকরা পিকেটিংয়ের চেষ্টা চালালে সেখানেও পুলিশি বাধায় পিকেটিং করতে পারেননি নেতাকর্মীরা। বর্তমানে জেলাশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো যান শূন্য রয়েছে।
তাছাড়া শহরের নিত্যপণ্যের দোকানও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে পিকেটিং।
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, শহরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃংখলা বাহিনী।
উল্লেখ্য, ৪ মে রোববার সুনামগঞ্জ সিলেট মহাসড়ক থেকে গাড়ি ও চালক সোহেলসহ নিখোঁজ হন বিএনপি নেতা মুজিব।



মন্তব্য চালু নেই