‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজার দরে’

‘যদি হবে ফাঁস, পড়ব কেন বার মাস’, ‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজার দরে’, ‘প্রশ্নপত্র ফাঁস হলে দেশ যাবে রসাতলে’ ইত্যাদি স্লোগানের পাশাপাশি মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বৃষ্টি মাথায় নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।

রাজশাহী মেডিকেল কলেজের সামনে রবিবার সকালে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং আগের দিন রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিল করতে হবে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইসতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ, জেনি, মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, পরীক্ষার আগের দিন রাত একটা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফেসবুকে আপলোড হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল ৭টা ৫৯ মিনিট এবং ৮টায়ও প্রশ্নপত্র আপলোড হয়েছে। তারা দাবি করেন, যেই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল দাবি করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।



মন্তব্য চালু নেই