সুখে থাকার চাবিকাঠি বাতলে দিলেন প্রীতি জিন্টা
প্রীতি জিন্টা। এখন তাঁকে বলিউড সিনেমায় কম দেখা যায়। কিন্তু প্রায় দেড়শো ফিল্মে অভিনয় করা প্রীতি এখনও সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ও থাকেন দিনের অনেকটাই সময় নিয়মিত। প্রীতি জিন্টাকে তাঁর ভক্তরা আরও বেশি ভালোবাসেন তাঁর গালের টোল নিয়ে। তাঁকে দেখে মনে হয় জীবন কত সহজ। কত হাসিখুশি থাকার জন্যই আমাদের বেঁচে থাকা। কিন্তু সুখে থাকা, শান্তিতে থাকা, ভালো থাকাও যে একটা কায়দা। সবাই কী আর সেটা পারে?
এই ভালো থাকার, সুখে থাকার চাবিকাঠি ফাঁস করে দিলেন প্রীতি জিন্টা স্বয়ং। সোশ্যাল মিডিয়াতেই তিনি সবার সঙ্গে শেয়ার করেছেন, কীভাবে খুশিতে জীবন উপভোগ করা যায়। প্রীতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কিছু বিচার করতে যাবেন না। তাহলেই আপনি সুখে থাকবেন। সবকিছুকে ক্ষমা করে দিন। দেখবেন আপনি আরও সুখে থাকবেন। সবকিছুকে ভালোবাসুন। দেখবেন আপনি সবথেকে সুখী। তাই এগুলো মেনে চলুন। আর সুখে থাকুন।ভালো থাকুন।’ কী? তাহলে এবার থেকে সুখে থাকার জন্য প্রতীর দেওয়া সূত্রেই চলবেন নাকি?-জিনিউজ
মন্তব্য চালু নেই