সুখটান কমাবে মৃত্যুর আশঙ্কা

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’। সিগারেটের প্যাকেটেই লেখা থাকে এই সতর্কবাণী। তবে এবার ধূমপান’ কমিয়ে দেবে আপনার মৃত্যুর সম্ভাবনা। তবে বাজারে চলতি, নামী-দামী ব্র্যান্ডেড সিগারেটের থেকে এই সিগারেট অনেকটাই আলাদা। এ হচ্ছে ই-সিগারেট। সমীক্ষা বলছে, ই-সিগারেট মানবদেহে মৃত্যুর সম্ভাবনা ২১ শতাংশ কমিয়ে দেয়। আর সেই কারণেই তরুণ সম্প্রদায়, পুরুষ-মহিলা নির্বিশেষে এখন ঝুঁকছে ই-সিগারেটের দিকে।

এছাড়াও নাকি ই-সিগারেটের বেশকিছু ‘স্বাস্থ্যকর’ গুণ রয়েছে। জনস্বাস্থ্যের ক্ষেত্রেও নাকি ই-সিগারেট সাধারণ সিগারেটে থেকে ‘ভালো’। তাহলে যারা এতদিন ধূমপান ছাড়বেন বলে ভাবছিলেন কিন্তু ছেড়ে উঠতে পারছিলেন না, এবার ই-সিগারেট কিনুন। নেশাও হল সঙ্গে স্বাস্থ্যের খেয়ালও।



মন্তব্য চালু নেই