সীমানা পিলার ঘেঁষে বিএসএফের ক্যাম্প নির্মাণের চেষ্টা
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী সীমান্তে ভারতীয় কাঁটাতারের এপারে (বাংলাদেশ প্রান্তে) ৮৯৪নং আর্ন্তজাতিক সীমানা পিলার ঘেঁষে ক্যাম্প নির্মাণ শুরু করেছে ভারত। ভারতের এ নির্মাণকাজে বাধা দিয়েছে বিজিবি। এ নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আগামী সোমবার (২২ আগস্ট) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী।
সরেজমিন উপজেলার সিংঙ্গীমারী গ্রামে গিয়ে দেখা যায়, সীমান্তে কাঁটাতারের এপারে ৮৯৪নং আর্ন্তজাতিক সীমানা পিলার ঘেঁষে নতুন ভবন তৈরি করছে বিএসএফ। তবে গত দুই দিন আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কাঁটাতারের এপারে দেয়াল তৈরিতে বাধা দিলে নির্মাণকাজ বন্ধ রাখে বিএসএফ।
সিংঙ্গীমারী সীমান্তের বাসিন্দা লুৎফর রহমানের (৫০) সাথে কথা হলে তিনি জানান, সীমানা পিলার ঘেঁষে নতুন ভবন তৈরি করছে বিএসএফ। এ নিয়ে বাংলাদেশি সীমান্তবাসীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নুর ইসলামসহ আরও অনেকে সীমান্তে ভারতের স্থাপনা নির্মাণে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, বেশ কিছুদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যরাও সীমান্তে পাহারা দিয়ে আসছেন। সম্প্রতি বিএসএফ ক্যাম্পগুলোতে নারী সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের থাকার জন্য নতুন করে ক্যাম্প নিমার্ণের উদ্যোগ নেয় ভারত। এরই অংশ হিসেবে হাতীবান্ধার সিংঙ্গীমারী সীমান্তের ওপারে ভারতীয় ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে সেখানকার নারী সদস্যদের জন্য পৃথক ক্যাম্প তৈরির কাজ শুরু করে। কিন্তু নির্মাণাধীন ওই বিএসএফ ক্যাম্পের একটি দেয়াল কাঁটাতারের এপারে নোম্যান্স ল্যান্ড এলাকায় তৈরি করতে দেখে তাতে বাধা দেয় স্থানীয় বিজিবি।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী কাঁটাতারের এপারে বিএসএফের স্থাপনা নির্মাণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তের অনেক জায়গায় এমন কাজ করছে বিএসএফ। আমরা বাধা দিয়েছি।’ এ কারণে শনিবার (২০ আগস্ট) দুই দেশের সীমান্তররক্ষী বাহিনীর মধ্যে নির্ধারিত বৈঠকটি পিছিয়ে আগামী সোমবার (২২ আগস্ট) করা হয়েছে। ওই দিন বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই