সীতাকুণ্ডে ট্রেন ও কভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে আটকা পড়া একটি কভার্ডভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত একজনের।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড মডেল থানার এএসপি সাইফুল ইসলাম জানান।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান।

আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে সকাল ৬টা ৪০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস এবং ৭টায় মহানগর প্রভাতী ছেড়ে যাওযার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেন দুটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারছে না। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই