সিলেটে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উদীচীর নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে সন্ধ্যায় শুরু হয় আলোচনাসভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ।

সংগঠনের সিলেট শাখার সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী ও সহ-সভাপতি মাহমুদ সেলিম। অনুষ্ঠান উদ্বোধন করেন পীযূষকান্তি ভট্টাচার্য।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক বাদল কর। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা ধীরেন সিংহ, সাংবাদিক সুকেশ চন্দ্র দেব, সিপিবি নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, কবি পুলিন রায়, ওয়ার্কার্স পার্টি নেতা সিকান্দর আলী, সংস্কৃতিকর্মী মিশফাক আহমদ মিশু, সম্মিলিত নাট্যপরিষদ, সিলেটের সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, উদীচী সিলেটের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবিত্রী সেন, সিপিবি সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা আবু জাফর, সম্মিলিত নাট্যপরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি শহিদুজ্জামান পাপলু, আদিবাসী নেতা ক্ষীর সিং, গণতন্ত্রী পার্টি নেতা জুনেদুর রহমান চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবৃত্তি, নৃত্য, গণসংগীত ও নাটক পরিবেশন করেন উদীচীসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় ‘পিলসুজ’।



মন্তব্য চালু নেই