সিলেটেই হানিমুনে যাচ্ছেন মাহি

অনেকটা ‘হুট করেই’ বিয়ে সেরে ফেলেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

বুধবার (২৫ মে) সকালে ঢাকার উত্তরায় নিজের বাড়িতে একেবারে ঘরোয়া পরিবেশে আকদ সম্পন্ন হয় মাহির। এতে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন।

মাহির বরের নাম পারভেজ মাহমুদ। গতকালই সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বাগদান হয় মাহির। অপুর বাবা এম এ মান্নান দেশের একজন কয়লা আমদানিকারক। অপুর দাদা আবদুল হামিদ ছিলেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক নেতা। সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিনি।

তিনি জানান, বছর চারেক আগে সিলেটে ঘুরতে গিয়ে অপুর সঙ্গে পরিচয় হয় তার। এরপর ফোনে আলাপ। সবশেষে দুই পরিবারের মত নিয়ে সম্পন্ন হল বাগদান।

বিয়ের পর আসছে জুলাইয়ে শ্বশুর বাড়ি যাবেন বলেও জানান মাহি। সবচেয়ে মজার ব্যাপার হল হানিমুনে শ্বশুরবাড়ি সিলেটেই যাচ্ছেন মাহি। তার কথায়, ‘হানিমুনে যাচ্ছি সিলেট। আমার খুব পছন্দের জায়গা। দেশের বাইরে আমার খুব ভালো লাগে না।’



মন্তব্য চালু নেই