সিরিজ হেরে হতাশ মাশরাফি যা বললেন
প্রথম ম্যাচে ৫২ রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার মানে বাংলাদেশ। সেদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩১ রানে হার মানে স্বাগতিকরা। এই হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের।
এমন হারে যারপরনাই হতাশ দলপতি। তারপরও তার কণ্ঠে ইতিবাচক সুর, ‘এখানেও কিছু ইতিবাচক বিষয় রয়েছে এবং আমাদেরকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আশা করছি ওয়ানডেতে আমারা ঘুরে দাঁড়াতে পারব। দুটি ম্যাচেই আমরা শুরুর পরেই অনেক উইকেট হারিয়েছি। অবশ্য সাম্প্রতিক সময়ে আমরা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। এটা অবশ্য কোনো অজুহাত নয়। আসলে আমাদের এই ফরম্যাটে আরো উন্নতি করতে হবে। আমরা কেবল ওয়ানডে ও টেস্টে মনোযোগ দিচ্ছি। একটি পেশাদার দল হিসেবে আমাদেরকে পারফর্ম করতে হবে। লড়াই করতে হবে। কিন্তু এখানে আমরা মোটেও লড়াই করতে পারিনি। আশা করছি এটায় পরিবর্তন আসবে।’
মন্তব্য চালু নেই