সিরিজ জিতেই আমরা উদযাপন করতে চাই: মিরাজ
ডাম্বুলায় শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ার পর কেমন উদযাপন করেনি বাংলাদেশ। বাংলাদেশ দল বরং গতকাল সারা দিন ছুটি কাটিয়েছে। বাড়তি কোনো উদযাপন করেইনি। এর একটি বড় কারণ তো রয়েছেই।
কারণ, এখন এ ধরনের জয় বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়েছে। তাই লাগামছাড়া উদ্যাপনের প্রশ্নই আসে না। আর দলের তরুণতম ক্রিকেটার মেহেদী হাসান মিরাজই বলে দিলেন, সিরিজ জেতার পর তবেই উদ্যাপন করবেন তারা।
গতকাল রবিবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এসেছিলেন আগের দিন হঠাত্ই ওয়ানডেতে অভিষেক হওয়া মিরাজ। তিনি সোজা বলেন, `এখনো তো খেলাই শেষ হয়নি। একটা ম্যাচ জিতেই যদি আমরা খুশি হয়ে যাই, তাহলে সামনে এগোতে পারব না। সিরিজ কনফার্ম হলে আমরা উদ্যাপন করব। তবে এটা ঠিক, একটা ম্যাচ জিতে আমাদের ভালো লেগেছে। মূল প্রত্যাশা অবশ্য সিরিজ জেতা।’
মিরাজ ওয়ানডে স্কোয়াডেই ছিলেন না। টেস্ট জেতার পর দেশে চলে এসেছিলেন। কিন্তু ওয়ানডে শুরুর একদিন আগে হঠাত্ উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাকে। মিরাজ বলেন, ‘ওয়ানডেতে অভিষেক হওয়ায় খুবই উচ্ছ্বসিত। খুব ভালো লাগছে। কারণ আমার অনেক ইচ্ছে ছিল ওয়ানডে খেলার।
টেস্ট অভিষেকের পরই ওয়ানডের কথা চিন্তা করছিলাম। আল্লাহর রহমতে অভিষেক হয়ে গেল। বোর্ড প্রেসিডেন্ট যখন আমাকে বললেন, শ্রীলঙ্কা যেতে হবে, ওয়ানডে খেলতে। তখনই সঙ্কল্প ছিল ভালো কিছু করার চেষ্টা করব। আল্লাহর রহমতে ওয়ানডে অভিষেকটা ভালো হলো। সবচেয়ে বড় কথা দল জিতেছে। এটাই গুরুত্বপূর্ণ।’
মন্তব্য চালু নেই