সিরাজদিখানে দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চাপায় রাখি মন্ডল (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাখি শেখরনগর ইউনিয়নের তীর্থঘাট গ্রামের নিধন মন্ডলের মেয়ে ও উত্তর শেখরনগর ৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। রাখির মৃতে্যুতে স্কুলের সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্র্শীরা জানায়, রাখি আইসক্রীম কেনার জন্য বাড়ির পাশের দোকানে যাচ্ছিল। দোকানে যাওয়ার পথে একটি অটোর সাথে ধাক্কা লাগলে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। আহত রাখিকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই