সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক কারাগারে

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাভোকেট মোদ্দেস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টায় তিনি সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা ৪টি মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আতসমর্পন করে জামিনের আবেদন করেন তিনি।

জামিনের শুনানী শেষে আদালতের বিচারক সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাছান তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

উল্লেখ্য ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত ছাত্রগণ সমাবেশ চলাকালে ট্রেনে কাটা পড়ে বিএনপির ৬ কর্মী নিহত হয়। এসময় বিএনপির বিক্ষুব্ধকর্মীরা ট্রেনে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এঘটনায় পুলিশবাদী হয়ে ৮টি মামলা দায়ের করেন। এসব মামলায় এজাহার ভুক্ত আসামী ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোকাদ্দেস আলী।



মন্তব্য চালু নেই