সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় এক শিশু উদ্ধার

পাপিয়া নামক ১২ বছরের এক শিশুকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কর্মরত গ্রাম পুলিশ অজ্ঞান অবস্থায় তাকে দেখতে পেয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। এসময় তার শরীরে লাল গেঞ্জি, ফ্রক, ও হাফপ্যান্ট পরিহিত ছিল।

সোমবার সকালে হাসপাতালের ৩য় তলায় চিকিৎসাধীন পাপিয়ার সাথে কথা বলে জানা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাড়ি ভিতর থেকে খেলার সময় জোরপূর্বক তুলে নিয়ে আসে। এরপর সে আর কিছু বলতে পারে না।

সে জানায়, কিশোরগঞ্জে রুপগঞ্জ বটতলা এলাকায় তার বাড়ী। তার বাবার নাম দুলাল, মায়ের নাম জ্যোৎস্না। তারা তিন বোন, এক ভাই। বোনের নাম সাথী, ফারজানা ও ভাইয়ের নাম হুসাইন। তাছাড়া অন্য কিছু বলতে পারে না। ধারনা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যেই তাকে অজ্ঞান করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।



মন্তব্য চালু নেই