সিরাজগঞ্জে ২০০ কেজি গাঁজাসহ চালক আটক
সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে দু’শ’ কেজি গাঁজা ও ট্রাকসহ জুয়েল (২৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ। আটক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা এলাকার বাসিন্দা।
শুক্রবার দিনগত বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে গাঁজা ও ট্রাকসহ তাকে আটক করা হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, কুমিল¬া থেকে উত্তরবঙ্গের দিকে গাঁজাবাহী ট্রাকটি যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপারে চেকপোস্ট বসিয়ে গাঁজা ও টাকসহ চালককে আটক করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই