সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আর আরও অর্ধশত যাত্রী।

আজ রোববার ভোর উপজেলার মূলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে সৈয়দপুরগামী সাব্বির হোসেন পরিবহন ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের বাস দুটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ ঘটনাস্থলেই মারা যান ১২ জন।একই সঙ্গে উভয় বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের কমিউনিটি হাসপাতাল, আভিসিনা হসপিটাল, মেডিনোভা মেডিনোভা হসপিটাল, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল ও সেন্ট্রাল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংবাদ পেয়ে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লে. কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।



মন্তব্য চালু নেই