সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনষ্টেবলসহ ৩ জন নিহত

বুধবার ভোর রাতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় সিরাজগঞ্জের কড্ডার মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনষ্টেবলসহ ৩ জন নিহত এবং অন্তত: ১৫ জন আহত হয়েছে। নিহতরা হলো: বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমপাড় থানার কনষ্টেবল আব্দুল বাসেদ, পিকআপ ভ্যান চালক মফিজুর রহমান এবং বাস চালক হাসান প্রামাণিক।
একই থানার সুবেদার জিন্নাহসহ আহতদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী খালেক এন্টারপ্রাইজের একটি বাস কড্ডা ব্রীজের নিকট যান্ত্রিকত্র“টির কারণে বিকল হয়ে পড়ে। এসময় টহল পুলিশের একটি পিকআপ ভ্যান সেখানে পৌছে বাসটি মেরামতে সাহায্য করছিল। ঠিক একই সময় পিছন দিক থেকে অপর একটি ট্রাক এসে দণ্ডায়মান বাস ও পুলিশের টহলের পিকআপ ভ্যান কে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক মফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।
আহতদের মধ্যে পুলিশ কনষ্টেবল বাসেদ ও বাস চালক হাসান প্রামানিক সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘনকুয়াশা জনিত কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আহতদের সুত্র জানিয়েছে।



মন্তব্য চালু নেই