সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে আগুন
সিরাজগঞ্জে যুবলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের জের ধরে সাংবাদিক আইয়ুব আলীর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
এসময় আইয়ুব আলীর উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আইয়ুব আলী সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী ছোট ভাই ও দৈনিক সকালের খবর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩ দিন ধরে যুবলীগের দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
এঘটনায় রবিবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাংবাদিক আইয়ুব আলীর বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত ও বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ২টি ঘর, আসবাপত্র, মোটর সাইকেল পুড়ে ভস্মিভূত হয়েছে। তাৎক্ষনিক ক্ষয় ক্ষতির হিসেব জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তরা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ডিউটিরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মোটর সাইকেলে আগুন দেয়ার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুটি ঘরের আসবাপত্র সম্পূর্ণ্যভাবে ভস্মিভূত হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইাসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই