সিরাজগঞ্জে সহোদর তিন ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তিন সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) ও বরকতুল্লাহ (৩০)। তাঁদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর আজ সকালে তিনজনের পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ জানান, জেএমবি সদস্য এই তিন সহোদর গোপনে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

এসপি আরো বলেন, গ্রেপ্তার তিনজন গত ২০ সেপ্টেম্বর সলঙ্গা থানার এরান্দহ থেকে জেএমবির জেলা শাখার সভাপতিসহ চারজন গ্রেপ্তারের মামলার এজাহারভুক্ত আসামি। এর পর থেকেই তাঁরা পলাতক ছিলেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আজ শুনানি শেষে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।



মন্তব্য চালু নেই