সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্র হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্র হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বেতকান্দি ইউনিয়নের সুবৈদ্য মরিচ গ্রামের আয়েন সরকারের ছেলে রাকিবুল ইসলাম, একই এলাকার সোহরাব আলীর ছেলে জুয়েল হোসেন, মৃত জেবারত প্রামাণিকের ছেলে আ. সালাম, ইয়াছিন প্রামাণিকের ছেলে আব্দুল জব্বার।
মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বগুড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র হাসমত আলীকে ২০০৯ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক বাদী হয়ে সাতজনকে আসামি করে সিরাজগঞ্জ আমলী আদালতে (৪/৫) একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারীক ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মন্তব্য চালু নেই