সিরাজগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা। সে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে আব্দুস সাত্তার (৩৫)।
শুক্রবার বেলা ১২টায় তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুপুরে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
তাড়াশ থানার এএসআই নুরে আলম জানান, মাদকাসক্ত অঅব্দুস সাত্তার প্রতিদিন মদ খেয়ে পরিবারের লোকজনকে মারপিট করতো। এতে পরিবারের লোকজন অতিষ্ট হয়েছে পড়ে।
বৃহস্পতিবার রাতে সে পুনরায় মদ খেয়ে মাতলামি করে ঘরের আসবাপত্র ভাংচুর করে। এঘটনায় তার পিতা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই তাকে আটক করা হয়।
পরে শুক্রবার বেলা ১২টায় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মন্তব্য চালু নেই