সিরাজগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের মুলিবাড়িতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়। নিহত আলমগীর হোসেন মোল্লা (২৮) নাটোরের সিংড়ার কলম বাজারের দিপু মোলার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে আলমগীর নাটোর যাচ্ছিলেন। শুক্রবার সকালে মাইক্রোবাসটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মাইক্রোবাসটি রোড ভেরিয়ারের আইল্যান্ডের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে গাড়িটির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। এসময় চালক আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে এনে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই মাইক্রোবাসটি পূড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া মাইক্রোবাস ও চালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই