সিরাজগঞ্জে বিএনপি জামায়াত শিবিরের ৯ কর্মী আটক

২০ দলীয় জোটের চলামান হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াত শিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর থেকে ৪ জন উল্লাপাড়া উপজেলা থেকে ৩ জন এবং বেলকুচি উপজেলা থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ পুলিশ সুপার কন্ট্রোল রুমের ডিউটিরত কর্মকর্তা এদেল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধের কারনে নিম্ন ও মধ্য বিত্ত আয়ের মানুষের মধ্যে হতাশা বাড়ছে। দুরপাল্লার যানবাহন চলাচল না করায় ট্রেনের উপর চাপ বাড়ছে।

সিরাজগঞ্জ বাজার ষ্টেশন ও বঙ্গবন্ধু যমুনা যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকা থেকে সিমিত আকারে দুরপাল্লার বাস চলাচল করছে। তবে যাত্রীদের দিগুন ভাড়া গুনতে হচ্ছে।

সিরাজগঞ্জ অভি কাউন্টারের টিকিট মাষ্টার মাসুদ মন্ডল জানান বাস মালিকরা দুরপাল্লার রুটে বাস চলাচলে আগ্রহী। তবে নাশকতার আশঙ্কায় যাত্রীদের উপস্থিতি অনেক কম। এ কারনে কাউন্টার থেকে দিনে ৩/৪ বাস চলাচল করলেও রাতে বন্ধ থাকছে।

শহরের দোকান পাট বন্ধ থাকলে স্বাভাবিক রয়েছে সাধারন মানুষের চলাচল। জেলার আন্ত:নগর রুটে বাস চলাচল দিন দিন বেড়েই চলেছে।



মন্তব্য চালু নেই