সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ॥ আটক ১৪
সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
সরকারী কাজে বাঁধাদান , পুলিশের উপর হামলার অভিযোগ এনে শনিবার (১০ জানুয়ারী) রাতে সিরাজগঞ্জ সদর থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।
মামলায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারন সম্পাদক মুন্সি আলম, জেলা যুবদলের সভাপতি আবু সাইদ সুইট, সাংগঠনিক সম্পাদক আল-আমীন খান, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশসহ ৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২০/৩০ জনকে আসামী করে এই মামলাটি দায়ের করা হয়েছে।
গত শনিবার (১০ জানুয়ারী) বেলা ১১টায় সিরাজঞ্জে বিএনপি-পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে।
এসময় পুলিশকে লক্ষ করে ককটেল বোমা নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এঘটনায় পুলিশবাদী হয়ে মামলাটি দায়ের করে।
এদিকে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এর মধ্যে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার শামসুল শেখের পুত্র। শহরের এসএস রোড থেকে তাকে ধরিয়ে দেয়া হয়েছে বলে বিএনপি সুত্রে জানা গেছে ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই