সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় বিপরীতমুখী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরে একজনের মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই