সিরাজগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জে বাসের চাপায় নাহিম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সায়দাবাদ এলাকায় সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাহিম সদর উপজেলার মোহনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, মাদ্রাসায় যাওয়ার জন্য নাহিম মায়ের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই