সিরাজগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ ৫ জনের মৃত্যু
সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
এরা হলেন হাসিল উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আব্দুল লতিফ (৩০), একই উপজেলার বেতুয়া গ্রামের শাহেনূর (২৮), রায়গঞ্জ উপজেলার হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক বেতগাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন(৪৫), একউ পজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর গ্রামের নূরনবী সরকারের মেয়ে নুপুর খাতুন (৮) ও বৈকন্ঠপুর গ্রামের আজিজুল হকের ছেলে সুলতান মাহমুদ (৩৫)।
সন্ধ্যায় বজ্রপাতে নিহতেরা মাঠে ধান কাটা, গরু আনতে ও আম কুড়াতে গিয়ে তারা বজ্রপাতে মৃত্যু বরন করেন।
উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দিপ সরকার ও রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই