সিরাজগঞ্জে পুলিশ-বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। রোববার সকাল সোয়া ১০দশার দিকে শহরের কেন্দ্রীয় এমএ মতিন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকরা ধর্মঘটের সময় যানবাহন চলাচলে বাধা দিচ্ছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার সকাল থেকে সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের প্রথম দিন ভোর থেকেই সিরাজগঞ্জ জেলার সব স্ট্যান্ড থেকে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে।



মন্তব্য চালু নেই