সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: ধর্মসভার টাকার হিসাবকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২টি দোকান ও ৩টি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় এলাকায় একটি ধর্মসভার টাকার হিসাবকে কেন্দ্র করে এই উপজেলাধর স্বল্প মাহমুদ ও নান্দিনা কামালিয়া গ্রামবাসীদের মধ্যে শনিবার রাতে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রোববার দুপুরে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় ২টি দোকান ও ৩টি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরকার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে উভয় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই