সিরাজগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিয়ালকোলে ট্রাক চাপায় ইব্রাহিম হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

নিহত ইব্রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন ছাত্রলীগের সাহিত্য-পাঠাগার সম্পাদক ও খাগা গ্রামের আলম শেখের ছেলে।

নিহতের পিতা আলম শেখ জানায়, শনিবার রাতে ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন সিরাজগঞ্জ শহর থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিলন্দায় পৌছলে সিরাজগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় সে গুর”তর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়।



মন্তব্য চালু নেই