সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরন, জামায়াত নেতা আটক

সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন চলছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে হরতালের সমর্থনে মিছিল বের করলে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় একটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

পুলিশ বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লা থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাজিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতী গ্রামে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি কামাল উদ্দিনকে আটক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড মঞ্জুর ও সিরাজগঞ্জ আদালতে নিরীহ মানুষের উপর পুলিশের গুলির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ২০ দলীয় জোট ৩৬ ঘন্টার হরতাল আহবান করে।



মন্তব্য চালু নেই