সিরাজগঞ্জে অটোরিক্সা ভাংচুর, আটক ৯

ভাংচুর ও মিছিল সমাবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় হরতাল ও অবরোধের সমর্থনে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিল শেষে হরতাল সফল করতে বক্তব্য রাখেন বহুলী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মামুন, যুগ্ন আহ্বায়ক নূর নবী সেখ, বহুলী ইউনিয়ন দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি তারিকুল ইসলাম, শিয়ালকোল পশ্চিম ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদল নেতা জাহিদ হাসান, আবু তোহা পলাশ, শফিকুল, মুক্তা, ইয়ামিন।

এসময় ৩টি সিএনজি অটোরিক্সা ও ১টি মটর সাইকেল ভাংচুরের করে হরতালকারীরা।
নাশকতার অভিযোগে পুলিশ সিরাজগঞ্জ থেকে ৮ বিএনপি ও ১ শিবিরকর্মীসহ ৯ জনকে আটক করেছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা সদরুল আমীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল থেকে জেলার সকল রুটে দুরপাল্লার ট্রাক ও বাস চলাচল বন্ধ রয়েছে। নাশকতার আশঙ্কায় যাত্রীদের উপস্থিতিও কমে গেছে।স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার দিন দিন কমে আসছে। একারনে পুরো পুরি ক্লাস হচ্ছে না শহরের স্কুল কলেজ গুলোতে। যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। এ কারনে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।



মন্তব্য চালু নেই