সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্ক ভিটায় দুধ সংগ্রহ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে স্থাপিত মিল্ক ভিটার ফ্যাক্টরিতে দুধ সংগ্রহবন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাই করা শ্রমিকদের কারখানার মূল ফটকে অবস্থান ধর্মঘটের ফলে ঢাকায় দুধ সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। এর ফলে বিপাকে পড়তে হচ্ছে দুধ সরবরাহকারীদের।

চাকরিতে পুনর্বহালের দাবিতে গত বুধবার থেকে অবস্থান ধর্মঘট শুরু করেন ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীরা। প্রায় ৭০ জন শ্রমিক-কর্মচারী অনির্দিষ্টকালের ওই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। এর ফলে কারখানা থেকে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ রয়েছে।

মিল্ক ভিটার বাঘাবাড়ির কারখানা ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, পরিবহনজনিত কারণে সংগৃহীত দুধ ঢাকায় পাঠাতে সমস্যা হচ্ছে। তাই বাধ্য হয়ে দুধ সংগ্রবন্ধ রাখতে হয়েছে।



মন্তব্য চালু নেই