সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি আবারো অবনতি

টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আবারো অবনতি হয়েছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে জেলার বন্যা পরিস্থিতি আবারো অবনতির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, প্রায় দু সপ্তাহ যাবত জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালী ও সদর উপজেলার ২৯টি ইউনিয়নের অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। যমুনা নদীর পানি আবার বাড়ার সঙ্গে সঙ্গে এ সকল গ্রামে নতুন করে পানি উঠতে শুরু করেছে।

চরম দুর্ভোগে পড়া এ অঞ্চলের মানুষগুলো ধীরে ধীরে নিজ বাসস্থানে ফিরতে শুরু করলেও পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবার বাড়ি থেকে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। ফলে বার বার বাড়ি ঘর ছাড়ার কারণে তাদের ভোগান্তি এখন চরমে।

এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়ে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজির চাষবাদ।



মন্তব্য চালু নেই