সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক হিন্দু ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত এক হিন্দু ব্যক্তির (৪৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চালা এলাকার আলিমের কাঠ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে উল্লাপাড়া থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয় এলাকাবাসী আলিমের কাঠবাগানের একটি গাছের সাথে অজ্ঞাত হিন্দুর ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি আতœহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।



মন্তব্য চালু নেই