সিফাত হত্যা মামলা, স্বামী পিসলির জামিন নামঞ্জুর
রাজশাহীতে গৃহবধূ ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির জামিন নামঞ্জুর করেছেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালত।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে বৃহস্পতিবার দুপুরে পিসলির আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন জানান।
শুনানি শেষে আদালতের বিচারক ইসমাঈল হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার এসআই শরীফুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর মামলার প্রধান আসামি পিসলি কারাগারে আটক আছে। আজ দুপুরে তার পক্ষে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে ওই বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কোর্ট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রোববার রাতে রাজশাহী নগরীর প্রভাবশালী আইনজীবী মোহাম্মদ আলী রমজানের বাড়িতে সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে এ ঘটনা আত্মহত্যা বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রচার করা হলেও ২ এপ্রিল বৃহস্পতিবার হত্যামামলা দায়ের করেন সিফাতের পরিবারের সদস্যরা।
আর মামলা দায়েরের পর নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করে। গ্রেফতার হয় সিফাতের স্বামী পিসলি। ঘটনার পর থেকে আইনজীবী মোহাম্মদ আলী রমজান স্ত্রীসহ আত্মগোপনে আছেন।
মন্তব্য চালু নেই