সিনেমা পাড়ায় ঈদের প্রস্তুতি
ঈদুল ফিতর আসতে এখনো অনেক দেরি। কিন্তু সিনেমা পাড়ায় ঈদ চলে এসেছে অনেক আগেই। কারণ ঈদে কোন কোন ছবিগুলো মুক্তি পাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ পর্যন্ত ঈদুল ফিতরে ছবি মুক্তির জন্য দৌড়ঝাপের তালিকায় এগিয়ে রয়েছে চারটি ছবি।
এগুলো হলো এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’, শাহীন সুমন পরিচালিত ‘লাভ ম্যারিজ’, ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ এবং এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’।
ছবির প্রযোজকরা হল বুকিংয়ের জন্য ইতিমধ্যেই বুকিং এজেন্টদের সঙ্গে নানা সমঝোতায় নেমেছে। মূলত বেশি হল পাওয়ার জন্যই এই দৌড়ঝাপ।
ঈদে কি কি ছবি মুক্তি পাচ্ছে জানতে চাইলে বুকিং এজেন্ট জাহাঙ্গীর বলেন, ‘এই মুহূর্তে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়, কারণ বিভিন্ন সময়ে দেখা যায় অনেক ছবিই মুক্তির এক দুই দিন আগেও মুক্তির মিছিল থেকে পিছিয়ে পড়ে। এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
মন্তব্য চালু নেই