সিনেমা নয়, সত্যিই আগুন থেকে বাঁচলেন শাহরুখ
শাহরুখ খানের আগামী রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’র চূড়ান্ত পর্বের শ্যুটিং চলছিল মুম্বইয়ের আর কে স্টুডিওতে। সেটে উপস্থিত শাহরুখ খান, করণ জোহর, ফারাহ খান, আলিয়া ভাট এবং অনুস্কা শর্মা। এর মধ্যেই সেটে হঠাৎ আগুন লেগে যায়। সবাই এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকে।
খবর পেয়ে চেম্বুর দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। তাই ক্ষয়ক্ষতিও তেমন কিছু হয়নি। জানা গেছে সেটে শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত। তবে আগুনের মাত্রা ভয়াবহ হলে হয়তো ঘটে যেতে পারতো কোনো বড় ধরনের ঘটনা।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবং ‘ক্যায়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়’র পর তৃতীয়বার শাহরুখকে টিভি শো হোস্ট হিসেবে দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শাহরুখ খানের আগামী এই রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’র প্রোমো।
মন্তব্য চালু নেই