সিনেমায় সারা: ভুল খবরে বিরক্ত শচিন
মেয়ের সিনেমায় নামার ‘ভুল’ খবর মিডিয়ায় ফলাও করে প্রচারে বিরক্ত শচিন টেন্ডুলকার। ১৭ বছরের মেয়ের সিনেমার নামার খবরটি একেবারেই জল্পনা বলে উড়িয়ে টুইটারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
শচিনের দুই সন্তানের বড় মেয়ে সারা। জোর গুজব শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। অভিনেতা শাহিদ কাপূরের সঙ্গে এক রোমান্টিক ছবিতে দেখা যাবে তাকে। শচিন টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন খুবই অল্প বয়সে। মেয়ে সারাও কম বয়সেই বলিউডে ইনিংস শুরু করতে তৈরি হচ্ছে।
মিডিয়ায় এসব জল্পনা কল্পনা শুনে প্রতিবাদ করেছেন শচিন। টুইটারে ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, ‘আমার মেয়ে সারা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাতেই ডুবে রয়েছে। তার সিনেমায় অভিনয় নিয়ে যে ভিত্তিহীন গল্পগাছা চলছে, তাতে খুব বিরক্ত হচ্ছি।’
মন্তব্য চালু নেই