সিনেমার নায়ক হচ্ছেন তাহসান

সংগীতশিল্পী, সুরকার, মডেল, অভিনেতা হিসেবে এতোদিন পাওয়া গেছে তাহসান খানকে। এবার তার পালে হাওয়া লাগছে নতুন পরিচয়ের। তিনি সিনিয়র নায়ক হচ্ছেন।

‘ছুঁয়ে দিলে মন’ ছবির নির্মাতা শিহাব শাহীন তার দ্বিতীয় ছবি ‘আনারকলি’ নির্মাণ করতে যাচ্ছেন। ছবিটি প্রযোজনা করবেন ‘আয়নাবাজি’ ছবির প্রযোজক গাওসুল আযম শাওন।

আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও শাওন জানান, এ ছবির নায়ক হচ্ছেন তাহসান। এবং এটি চূড়ান্ত। চলতি বছরের মাঝামাঝি সময়ে আনারকলি ছবির নির্মাণ কাজ শুরু হবে। ছবিতে নায়িকা থাকবেন মম।

এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাই না। সবকিছু সময় হলে জানাবো। সিনেমায় যদি কাজ করি তবে অবশ্যই আমার সিগনেচার বজার রেখে করবো।’

শিহাব শাহিন বলেন, ‘ফেব্রুয়ারির শুরুতে সংবাদ করবো। তখন বিস্তারিত জানা যাবে।’

এর আগে তাহসান ‘টু বি কন্টিনিউ’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। সে ছবির নায়িকা ছিলেন পূর্ণিমা। ইফতেখার ফাহমির পরিচালনায় এ ছবিটি নির্মাণের পর মুক্তির মুখ দেখেনি।- জাগো নিউজ



মন্তব্য চালু নেই