সিনেমাকে না বললেন সেই তারকা

আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া দেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘পরবাসিনী’ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন।

চলচ্চিত্রটির যে দৃশ্যগুলোয় তার অভিনয় ছিল, এরই মধ্যে সেগুলো বাদ দেয়া হয়েছে।

অথচ পৃথিবীর বুকে এলিয়েন হয়েই নেমে আসার কথা ছিল মডেল ও অভিনেত্রী মেহজাবীনের। তবে নতুন খবর হলো, এ বেশে তাকে আর দেখা যাবে না।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মেহজাবীন বলেন, ‘এ চলচ্চিত্রে আমি যে চরিত্রে অভিনয় করেছিলাম, সেটি ভালো লাগেনি। তাছাড়া ছবির কাহিনীও ছিল আমার কাছে অপছন্দ।

ফলে ইচ্ছা করেই ছবিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। কারণ আমি চাইনি দর্শক আমাকে ওভাবে দেখুক।’

তবে কথা বলার একপর্যায়ে মেহজাবীন তার চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও বলেছেন।

‘আসলে আমি চলচ্চিত্রে কাজই করতে চাইনি। এখানে অভিনয় করতে আমাকে জোর করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল।

আসলে এখন আমি চলচ্চিত্রের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছি। চিন্তা করছি চলচ্চিত্রে আর অভিনয় করব না’— বলেন মেহজাবীন।

মেহজাবীন জানান, ঈদের ছুটি কাটতে না কাটতেই শুটিংয়ের জন্য তাকে থাইল্যান্ডে যেতে হয়েছিল।

সেখানে টানা বেশ কয়েক দিন ‘সুপারস্টার’ নামের একটি টিভি সিরিয়ালের শুটিং করেছেন তিনি।

অবশ্য সিরিয়ালটির কাজ শেষ করে ৩১ জুলাই দেশে ফিরে এসেছেন তিনি।

এছাড়া বেশ কয়েকটি নতুন একক নাটকের কাজও দু-একদিনের মধ্যে শুরু করবেন। নতুন এ নাটকগুলোর নাম জানতে চাওয়া হলে তিনি বললেন, ‘ইস! নামগুলো তো মনে নেই।’

অন্যদিকে বিজ্ঞাপনের কাজ নিয়ে তিনি জানালেন, নতুন দুটি বিজ্ঞাপনের কাজ শেষ হয়েছে। শিগগিরই সেগুলো প্রচার হবে।



মন্তব্য চালু নেই