সিদ্ধান্তহীনতাকে ঝেড়ে ফেলার কৌশল

সহজ সরল পথে চলাটা সব সময় সবার জীবনে হয়ে ওঠে না। না চাইতেও কখনো কখনো জটিলতার মুখোমুখি হতে হয়। আপনজনদের ওপরে নির্ভর করে চলার অভ্যাসটা আর কাজে লাগে না। নিজেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, আর জটিলতা বাধে তখনই। এধরনের সমস্যা যে কারো জীবনে আসতে পারে। এসব সময় সিদ্ধান্তহীনতাকে ঝেড়ে খুব দ্রুত সঠিক সিদ্ধান্তে পৌঁছনোর রয়েছে কিছু কৌশল। আসুন জেনে নেয়া যাক।

* কোন বিষয় সম্পর্কে খুব ভালো করে জানার আগে সিদ্ধান্ত নিতে যাবেন না। জেনে নিলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

* এমন কোনো সমস্যায় পড়েছেন যার উত্তর আপনার জানা নেই। তাই অভিজ্ঞ নির্ভরযোগ্য কারো সঙ্গে কথা বলুন। একাধিক মানুষের ভিন্ন অভিজ্ঞতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

* প্রতিটি মানুষেরই নিজেস্ব কিছু কৌশল থাকে। বেশি সিদ্ধান্তহীনতায় ভুগলে আপনিও নিজের চেনাজানা পথটাই বেছে নিন।

* সিদ্ধান্ত নেয়ার আগে বিকল্প উপায় গুলো একটু ভেবে রাখুন। যেন কোন সমস্যা হলে বিকল্প পথগুল আপনার কাজে আসে।

* কেবল বর্তমানকে ভেবে সিদ্ধান্ত নেবেন না, ভবিষ্যতের হিসাব করে তবেই সিদ্ধান্ত নিন।

* সব সিদ্ধান্ত আবার সঠিক নাও হতে পারে। তাই মনের ওপর বেশি চাপ না নিয়ে ভালোকে গ্রহণ করুন।



মন্তব্য চালু নেই