‘সিডি এখন না চললেও গান কিন্তু ভালো চলছে’
দেশের জনপ্রিয় সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিকভাবে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। স্টেজ, অ্যালবাম, চলচ্চিত্রসহ প্রতিটি ক্ষেত্রেই সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। গেলো ঈদেও তার বেশ কিছু নতুন গান প্রকাশ পেয়ে প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। নিজের সফলতার ধারাবাহিকতা তিনি এর মাধ্যমে অব্যাহত রেখেছেন। ঈদের ছুটি কাটিয়ে এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন নতুন গান রেকর্ডিংয়ে। সব মিলিয়ে কেমন আছেন এখন ন্যান্সি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুব একটা ভালো না। কারণ আমার ৫ টি শো বাতিল হয়ে গেছে। আতঙ্কের কারণে শো আয়োজন হচ্ছে না। নিরাপত্তাজনিত কারণে অনেক স্থানে শো এর অনুমতিও মিলছে না। ঈদের আগে আমার বিভিন্ন স্থানে ৫ টি শো এর শিডিউল দেয়া ছিলো। কিন্তু সেগুলো ক্যানসেল হয়ে গেলো। রমজানের আগ পর্যন্ত ভালো সংখ্যক শো করেছি। ভেবেছিলাম রোজার ঈদের পরই আরও জমজমাট অবস্থা হবে। কিন্তু কি হতে কি হয়ে গেলো। পরিস্থিতি বদলে গেলো। এই সময়ে আরও বেশি শো থাকার কথা। কিন্তু সে হিসেবে শো নেই বললেই চলে। তাহলে এখন ব্যস্ততা কি নিয়ে? ন্যান্সি বলেন, এখনকার ব্যস্ততা মূলত রেকর্ডিং নিয়ে। এখন শো এর অবস্থা যতটা খারাপ আবার বিপরীতে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা ততটাই ভালো। অনেক গান হচ্ছে। কোম্পানিগুলো বিনিয়োগ করছে। গেলো ঈদেতো অনেক গান প্রকাশ হয়েছে। আমিও বেশ কিছু গান করেছি। এখনও নতুন গান নিয়েই ব্যস্ততা যাচ্ছে। কি কি কাজ করলেন সম্প্রতি? ন্যান্সি বলেন, শফিক তুহিন ভাইয়ের সুরে গান করেছি দুটি। এ অ্যালবামে আরও গান গাইছে কনা, ইমরান ও তুহিন ভাই। এছাড়াও আহমেদ রিজভী ভাইয়ের কথায় আসছে কোরবানির ঈদে সাউন্ডটেকের ব্যানারে একটি দ্বৈত গানের অ্যালবাম আসার কথা রয়েছে আমার। একই ব্যানারে প্রদীপ সাহার কথায়ও একটি গান করেছি। এছাড়া সিডি চয়েজের ব্যানারে দ্বৈত অ্যালবামের কাজ শেষ করেছি। স্নোহশীষ ঘোষের কথায় এ গানগুলোর সুর ও সংগীত করেছে ইমরান। এখানে আমার সঙ্গে গেয়েছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, মিনার ও ইমরান। শুনেছি আগামী মাসের প্রথম সপ্তাহেই এটি প্রকাশ হবে। চলচ্চিত্রের গান তো করছেন? হ্যা, চলচ্চিত্রের গান করছি নিয়মিত। ঈদের আগে ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ শিরোনামের চলচ্চিত্রের একটি গানে কন্ঠ দিয়েছিলাম। গানটিতে আমার সঙ্গে কন্ঠ দিয়েছে ইমরান। ঈদের পর একই ছবিতে আরও একটি দ্বৈত গান করেছি। এখন তাহলে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন রমরমার চেয়েও রমরমা। কারণ সব কোম্পানি বিনিয়োগ করছে। ভালো ভালো গান তৈরি হচ্ছে। ভালো গানগুলোই শ্রোতারা গ্রহণ করছেন। আসলে সিডি এখন না চললেও গান কিন্তু ভালো চলছে। প্রযুক্তির কারণে গান শোনা অনেক সহজ হয়ে গেছে। আমরাও সেই সহজলভ্যতা বিষয়টি গ্রহণ করেছি।
এভাবেই এখন কাজ হচ্ছে, হবে। মানুষ এখন মোবাইল ও ইউটিউবেই গান বেশি শোনে। বিষয়টিকে আমি ইতিবাচক মনে করি। সব কোম্পানিই ভালো করছে। তবে আমি গানচিলের একটি উদ্যোগকে এপ্রিসিয়েট করি। কারণ তারা শিল্পীকে এককালীন অর্থ প্রদানের পাশাপাশি রয়্যালিটির একটা অংশ দিচ্ছেন। আমি গত কয়েক মাস ধরে ‘আমি ছুঁয়ে দিলেই’ গানটির জন্য প্রতি মাসে রয়্যালিটি পাচ্ছি। এটা খুবই ভালো একটি উদ্যোগ। এটা যদি সব অডিও কোম্পানি করতো, তাহলে খুব ভালো হতো। অন্য প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? ন্যান্সি বলেন, সংসার বলুন আর নতুন গান রেকর্ডিং বলুন সবই খুব ভালো চলছে। তবে খারাপের ভিতর স্টেজ শোটাই হচ্ছে না। এর ফলে শিল্পীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।-এমজমিন
মন্তব্য চালু নেই