সিটি নির্বাচন: শর্তসাপেক্ষে বন্দীদের মুক্তি দাবি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা ও এই নির্বাচনে যারা প্রার্থী হবেন তবে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাবন্দী আছেন শর্তসাপেক্ষে তাদের মামলা প্রত্যাহার ও মুক্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমেদ।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সেমিনার হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি করেন এমাজউদ্দীন। জিয়া পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

গত বুধবার নির্বাচন কমিশন তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করলে শনিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সমর্থনের সিদ্ধান্ত নেয় নাগরিক ঐক্য। সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রোদ্রোহের মামলা মাথায় নিয়ে মান্না বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

‘বহুদলীয় গণতন্ত্র: জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এমাজউদ্দীন আরো বলেন, ‘সামনের দিনগুলো আমাদের অনিশ্চিত। তবুও আমি নিজে থেকে বিশ্বাস করি, আজ হোক কাল হোক এই সরকারের পতন হবেই। কারণ, পৃথিবীতে কোনো স্বৈরাচারী সরকার বেশি দিন টিকতে পারেনি, এই সরকারও পারবে না।’

৫ জানুয়ারি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনভাবেই স্বীকার করছেন না- এমন অভিযোগে করে এমাজউদ্দিন আরো বলেন, ‘দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন জিয়াউর রহমান। তার জন্য তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। নিরপক্ষেভাবে ক্ষমতা হস্তান্তর করার কথা মনে হলেই জিয়াউর রহমানের কথা মনে হয়।’

আলোচনা সভায় অংশ নিয়ে পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘আজ গণতন্ত্রের আন্দোলনের জন্য একজন জিয়াউর রহমানের প্রয়োজন ছিল। কারণ, জিয়াউর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্য ও সততা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না। তিনি বেঁচে থাকলে আজ হয়তো বা দেশের গণতন্ত্র আন্দোলনের অগযাত্রা এতো ব্যাহত হতো না।’

সরকারকে সমলোচনা করে রুহুল আমিন গাজী বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন দিয়েছেন ভাল কথা, তাহলে একমাসের জন্য হলেও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করেন।’

আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অ্যধাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. ইমতাজ হোসেন, অধ্যাপকর লুৎফর রহমান।



মন্তব্য চালু নেই