সিটি নির্বাচনে ৬ হাজার আনসার চায় পুলিশ

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগী ফোর্স হিসেবে ৬ সহস্রাধিক আনসার চেয়েছে পুলিশ। এ সব আনসার সদস্য নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ ‍বিভিন্ন দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার আনসার চেয়ে এমন একটি চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি মো. আনিছুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ২৮ এপিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে ভোটকেন্দ্রসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য প্রয়োজন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৪ হাজার ৫০০, চট্টগ্রাম নগরীতে ১ হাজার ৬৬৮ ও চট্টগ্রাম জেলা এলাকার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন প্রয়োজন।’

এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে। তবে কোন বাহিনীর কতজন সদস্য থাকবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’



মন্তব্য চালু নেই