‘সিটি নির্বাচনে যাবে বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান আবারও বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে সিটি করপোরেশন নির্বাচনে যাবে তার দল।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার সকালে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল তফসিল ঘোষণার আগে সবার সঙ্গে বৈঠক করা।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যেতে চাই। এ জন্য সব প্রার্থীর জন্য সমান সমান্তরাল সুযোগ সৃষ্টি করতে হবে।’

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা জাতীয় নির্বাচন আহ্বান করছি। কিন্তু তারা সংলাপের বিপরীতে সংঘাতের কথা বলছে। আমরা সংঘাত চাই না। সংলাপ চাই।’

তিনি বলেন, ‘দেশে এখন অপশাসন চলছে। হত্যা-গুম চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’

এ অপশাসনের বিরুদ্ধে সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী।

সভায় সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী।



মন্তব্য চালু নেই