সিটি নির্বাচনে অনিয়মে অস্ট্রেলিয়া ও কানাডার উদ্বেগ

ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ অস্ট্রেলীয় এবং কানাডীয় হাইকমিশন। এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার তারা এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সরকার ও বিরোধীদের মধ্যে বহুদিন ধরে চলা সংঘাতের পর ২৮ এপ্রিলের সিটি নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত এবং অবস্থার উন্নতির একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছিল অস্ট্রেলিয়া ও কানাডা। কিন্তু ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন।

উল্লেখ করা হয়েছে, দুই কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে এই অনিয়ম ও সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে।

বলা হয়েছে, দুই হাইকমিশনারই বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আচরণের আহ্বান জানাচ্ছেন।



মন্তব্য চালু নেই