সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

আগের ম্যাচে শক্তিশালী ইরানকে হারিয়ে আসরে নিজেদের শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। সে ম্যাচে তারা জিতেছিল ৩-০ গোলে। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জিতেছে স্বাগতিক মেয়েরা।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। এই জয়ে আসরে মূল পর্বে ওঠার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে তারা।

ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফরোয়ার্ড সানজিদা আক্তারের ক্রসে স্ট্রাইকার কৃষ্ণা রানি চমৎকার হেডে বল জালে জড়াতে মোটেও ভুল করেননি।

প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিক দলের মেয়েরা। ম্যাচের ৪৭ মিনিটে সেই কৃষ্ণাই ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের মেয়েরা যেনো আরো উজ্জীবিত হয়ে ওঠে। পরবর্তী সময়ে আদায় করে নেয় আরো তিনটি গোল।

ম্যাচের ৮৩ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বদলি ফরোয়ার্ড অনুচিং মগিনি করেন গোলটি। আরেক বদলি ফরোয়ার্ড তহুরার মাটি কামড়ানো শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাত ফসকে গেলে তাতে টোকা দিয়ে গোলটি করেন তিনি।

এরপর ৮৬ মিনিটে মৌসুমী ও ৯০ মিনিটে অনুচিং মগিনি স্বাগতিকদের পক্ষে আরো দুটি গোল করে বড় জয় নিশ্চিত করেন।

আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে কিরগিজস্তানের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে ৩১ আগস্ট।



মন্তব্য চালু নেই