সিক্স প্যাক দেখিয়ে ছবি করতে চাই না: আয়ুষ্মান
বলিউডের নায়ক মানেই বডি বিল্ডার! শরীরে তাকে দেখাতে হয় শক্তপোক্তভাব। হৃত্বিক রোশান থেকে শুরু করে জন আব্রাহাম এমনকি হাল সময়ে যেসব তরুণ উঠে আসছেন সবাই কম-বেশী শারীরিক কাঠামো প্রদর্শনীর মাধ্যমেই থিতু হতে আগ্রহী! কিন্তু এই সময়ে ‘দম লাগা ক্যা হেইসা’ খ্যাত অভিনেতা বললেন উল্টো কথা!
সিক্স পেক কিংবা শারীরিক কাঠামো প্রদর্শন করে যেসব সিনেমায় অভিনয় করতে হয়, সেগুতে নাকি অভিনয় করতে চান না অভিনেতা আয়ুষ্মান খুররানা। এ সম্পর্কে তিনি বলেন, আমি সেইসব সিনেমা করতে চাই না, যেখানে আমাকে সিক্স প্যাক দেখাতে হয়। আমার সিনেমা হবে খুবই বাস্তবধর্মী। আর এই জন্যই আমি এখন পর্যন্ত সিক্স-প্যাক দেখাতে হয় যেসব সিনেমায় সেগুলোতে চুক্তিবদ্ধ হইনি।
তবে অভিনয়ের জন্য শরীরের ফিটনেসকেও তিনি গুরুত্ব দেন। কিন্তু তাই বলে সিক্স প্যাক নির্ভর সিনেমাগুলোকে তিনি প্রমোট করতে রাজি নন।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আয়ুষ্মান খুররাম।
আয়ুষ্মান খুররানা ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে অভিনয়ে পা রাখেন। এরপর নোটাঙ্কি শালা, হাওয়াইজাদা এবং সর্বশেষ আলোচিত ও প্রশংসিত ছবি ‘দম লাগা ক্যা হেইসা’ দিয়ে আলোচনায় আসেন।
মন্তব্য চালু নেই