সিক্যুয়ালে আনুশকার ‘এনএইচ১০’

আনুশকা শর্মা প্রযোজিত ও অভিনীত ‘এনএইচ১০’ চলচ্চিত্রটি দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছে। এমন সাড়ায় চলচ্চিত্রটির সিক্যুয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস। নতুন চলচ্চিত্রটির নাম হবে ‘এনএইচ১২’।

ফ্যান্টম ফিল্মসের অন্যতম প্রতিষ্ঠাতা মাধু মেন্টেনারের বরাত দিয়ে ডিএনএ জানায়, ‘এনএইচ১০’ এর সাফল্যে তারা খুশি। তাই ‘এনএইচ১২’ নামে দ্বিতীয় পর্বের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ধরনের রোড ফিল্ম বলিউডে অবহেলিত। তাই এমন চলচ্চিত্রের অনেক সম্ভাবনা রয়েছে। নতুনটির থিম আরও ডার্ক হবে। আর যে রাস্তার নামে চলচ্চিত্রটির নামকরণ সে ‘এনএইচ১২’ মহাসড়ক মধ্য প্রদেশের জাবালপুরের সঙ্গে রাজস্থানের জয়পুরকে যুক্ত করেছে।

তবে ‘এনএইচ১২’ এর মূল চরিত্রে আনুশকা থাকবেন কিনা জানানো হয়নি।



মন্তব্য চালু নেই