সিকান্দার বক্স এখন নিজ গ্রামে

জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম অভিনীত ও সাগর জাহানের পরিচালনায় নির্মিতব্য সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’। নাটকটি শুরু থেকে এখন পর্যন্ত অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন।

‘আমার যৌবন ফিরিয়ে দাও’ ‘আমার এত আবেগ ক্যারে’ সহ মোশাররফ করিমের সাবলীল অভিনয়ের মাধ্যমে বলা বিভিন্ন ডায়ালগ এখন মানুষের মুখে মুখে।

প্রতি ঈদেই নতুন মোড়কে হাজির হয় ‘সিকান্দার বক্স’। এবার কোরবানির ঈদেও আসছেন ‘সিকান্দার বক্স’। মনোরম লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এবার এই সিরিজের নাম ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’

এবারের অংশের জন্য শুটিং হচ্ছে উত্তরা এবং ময়মনসিংহে। এটিই সিরিজের শেষ নাটক বলে জানিয়েছেন পরিচালক সাগর জাহান।

৯ আগস্ট থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকের চিত্রধারণের কাজ। এর পরপরই পুরো টিম শুটিংয়ে যাবে ময়মনসিংহে। এবার মোশাররফ করিমের সঙ্গে থাকছেন শখ ও ইরেশ যাকের।



মন্তব্য চালু নেই